নিজস্ব সংবাদদাতা: চেন্নাইয়ের কোয়াম্বেদুতে বিখ্যাত মসজিদ ভেঙে ফেলার নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। "মসজিদ অন্য কোথাও সরান। ধর্মের নামে অবৈধ দখলদারি করা যাবে না", দাবি করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে যে কোনও পাবলিক প্লেসে বেআইনি ধর্মীয় নির্মাণ করা যাবে না তা নিশ্চিত করতে হবে।