নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সুপ্রিম কোর্ট ১৭ অক্টোবরে দায়ের করা সমকামী বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে একাধিক পিটিশনে তার রায় ঘোষণা করতে চলেছে৷ ১১ মে মামলাটি রায়ের জন্য সংরক্ষিত ছিল।সমকামী বিবাহের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় গোটা ভারত। রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আদিশ আগরওয়ালা বলেছেন, "আমি মনে করি এই অনুমতি দেওয়া খুব খারাপ হবে। এটি ভারতে প্রচলিত আমাদের ব্যবস্থা অনুসারে হবে না। ভারতে একটি স্বতন্ত্র মানসিকতা এবং আইন-শৃঙ্খলা রয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ ধরনের আইন করা ভুল হবে কারণ আইন প্রণয়ন করা ভারতের নির্বাচিত সংসদ ও আইনসভার দায়িত্ব। নির্বাহী বিভাগের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়।"