কোটি কোটি মানুষের জন্য সুখবর! রেশন কার্ড নিয়ে বড়সড় নির্দেশ

রেশনের মাধ্যমে নানাবিধ খাদ্যদ্রব্য বর্তমানে দেওয়া হয় দেশের কোটি কোটি মানুষকে। সরকারের তরফেও জনগণের সুবিধার্থে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ration

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশনের মাধ্যমে (Ration Card) নানাবিধ খাদ্যদ্রব্য বর্তমানে দেওয়া হয় দেশের কোটি কোটি মানুষকে। সরকারের তরফেও (Central Govt) জনগণের সুবিধার্থে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২৮.৮ কোটি পরিযায়ী শ্রমিক (Migrant Worker) ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। তবে ৮ কোটি শ্রমিকের নাম নথিভুক্ত হয়নি। রিপোর্ট সামনে আসার পরই নয়া নির্দেশিকা জারি করলো সুপ্রিম কোর্ট (Supreme Court)। এখনও যাঁরা রেশন কার্ড পাননি তাঁদের জন্য ব্যবস্থা করে দেওয়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্ব। আদালত ৩ মাসের মধ্যে শ্রমিকদের রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।