বিরোধী জোটের 'ইন্ডিয়া' নাম বাতিল! ধমক দিল সুপ্রিম কোর্ট

লোকসভা ভোটে বিরোধী শিবিরের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। এই নিয়ে বিজেপি এক প্রস্থ আক্রমণ করেছে এই জোটকে। এবার এই নিয়ে এক মামলাকারী সুপ্রিম কোর্টে যেতেই কোর্ট দিল ধমক।

author-image
Anusmita Bhattacharya
New Update
supreme court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুর বৈঠক থেকে ২৬টি বিজেপি-বিরোধী দল তাদের জোটের নাম স্থির করে 'ইন্ডিয়া' (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। কেন ইন্ডিয়া নাম দেওয়া হল এই প্রশ্ন তুলে মামলা করেন এক ব্যক্তি। শুক্রবার প্রথম দিনেই সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিচারপতি এসকে কউল ধমকও দিলেন মামলাকারীকে।

বিচারপতি কউল মামলাকারীর উদ্দেশ্যে সোজা প্রশ্ন করেন, 'আপনি কে? এই নাম নিয়ে আপনার এত আগ্রহ কিসের? আপনার যদি মনে হয় নির্বাচনী নিয়ম এতে লঙ্ঘিত হচ্ছে, তা হলে নির্বাচন কমিশনে যান। এখানে মামলা করেছেন কেন? আপনি প্রচারলোভী'। মামলাকারী জানান যে রাজনৈতিক নৈতিকতার স্বার্থে এই মামলা দায়ের করা হয়।