BREAKING: 'বাবা-মায়ের সঙ্গে যা করেছে', সেই ইউটিউবারকে কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট!

আর কি বলল আদালত?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বাবা-মা আর যৌনতা নিয়ে ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে অতিথি হিসেবে এসে ইউটিউবার এবং পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে চাঞ্চল্য দেশে। এমনকি সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করেছে সেই মন্তব্যে। 

সুপ্রিম কোর্ট বলেছে, "বাবা-মায়ের সঙ্গে যা করেছে তার জন্য আল্লাহবাদিয়ার লজ্জিত হওয়া উচিত। আমরা আইভরি টাওয়ারে থাকি না এবং আমরা জানি যে সে কোথা থেকে কন্টেন্ট কপি করেছে"।