মহিলার গর্ভপাতের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলার গর্ভপাতের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়। মহিলা আবেদন করেছিলেন, তিনি শারীরিকভাবে সুস্থ নন শিশুটির জন্ম দিতে। কিন্তু মেডিক্যাল পরীক্ষায় দেখা যায়, সন্তানের জন্ম দিলে ওই মহিলার প্রাণের ঝুঁকি নেই।

সন্তানের জন্ম মহিলাকে দিতেই হবে

সেই যুক্তিতেই তাঁর আবেদন খারিজ হয়ে যায়। শীর্ষ আদালত জানিয়েছে, সন্তানের জন্ম মহিলাকে দিতেই হবে। শিশুটির ভূমিষ্ঠ হওয়ার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে।

দিল্লির এমস হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন

তিনি দিল্লির এমস হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন।তবে, শিশুটিকে পরিবার নিজের কাছে রাখবে না দত্তক নেওয়ার জন্য দিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত একান্ত মায়ের।