নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে সোমবার নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিয়ে অভিযোগ করেন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী। পাশাপাশি অভিযোগ ওঠে, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে নির্যাতিতার পরিচয় প্রকাশ করেন। এই অভিযোগ সুপ্রিম কোর্টে তোলেন আইনজীবী মহেশ জেঠমানালি। তিনি পাশাপাশি জানান, এই বিষয়ে হাইকোর্টে অভিযোগ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলাটি চলছে। মহেশ জেঠমালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR করার বিষয়ে মন্তব্য করেন মহেশ জেঠমালানি।
অন্যদিকে, আর জি করের ঘটনা এবং নির্যাতিতার ছবি পরিচয় কোথাও ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হল। পাশাপাশি নির্যাতিতার পরিবারের চিঠি আদালতে জমা দিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং। পাশাপাশি তিনি জানালেন, অনেক মাধ্যমে এখনও নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বন্ধ করার জন্য নোডাল অফিসার নিয়োগ করা ও ই মেইল আইডি চালু করা আর্জি জানালেন ইন্দিরা।