নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের (Maharashtra political crisis) রাজনৈতিকমহলে নতুন করে উত্তেজনা। শিন্ডে সরকার আদৌ বৈধ কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। একই সঙ্গে জল্পনা চলছিল আবার কি সরকারের ফিরতে চলেছে ঠাকরে সরকার? বৃহস্পতিবার সেই জল্পনার অবসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, স্পিকারকে অবশ্যই যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে স্থিতাবস্থা পুনরুদ্ধার করা যাবে না। কারণ উদ্ধব ঠাকরে আস্থা ভোটের মুখোমুখি হননি এবং পদত্যাগ করেছিলেন। তাই একনাথ শিন্ডেকে শপথ বাক্য পাঠ করানোর পক্ষে ছিলেন রাজ্যপাল।