নিজস্ব সংবাদদাতাঃ ২০০২ সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানো (Bilkis Bano)-কে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জনকে ক্ষমা দেওয়ার গুজরাট সরকারের আদেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে ১১ জনকে নতুন করে জেলে ফিরতে হবে। এদিকে গুজরাট সরকার ও আদালতের তুমুল সমালোচনা করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ১১ জন খুনের দোষীকে বেকসুর খালাস দেওয়াকে ভুল বলে অভিহিত করেছে। গুজরাট সরকার ক্ষমতার অপব্যবহার করেছে।