নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেসের এক হেভিওয়েট নেতাকে বড় রকমে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, বারাণসীর বিভাগীয় কমিশনারের আদালত ও অফিস চত্ত্বরে ২৩ বছরের পুরনো সহিংস বিক্ষোভের মামলায় কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে (Randeep Surjewala) পাঁচ সপ্তাহের জন্য সুরক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুরজেওয়ালার বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডাব্লু) পাঁচ সপ্তাহের জন্য কার্যকর করা যাবে না এবং সুরজেওয়ালাকে বারাণসী আদালতে আবেদন করার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হবে।