২৩ বছরের পুরনো মামলায় হেভিওয়েট কংগ্রেস নেতাকে 'সুপ্রিম' রক্ষাকবচ

বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। স্বস্তির নিঃশ্বাস ফেললেন হেভিওয়েট কংগ্রেস নেতা।

author-image
SWETA MITRA
New Update
randeep.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেসের এক হেভিওয়েট নেতাকে বড় রকমে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, বারাণসীর বিভাগীয় কমিশনারের আদালত ও অফিস চত্ত্বরে ২৩ বছরের পুরনো সহিংস বিক্ষোভের মামলায় কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে (Randeep Surjewala) পাঁচ সপ্তাহের জন্য সুরক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুরজেওয়ালার বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডাব্লু) পাঁচ সপ্তাহের জন্য কার্যকর করা যাবে না এবং সুরজেওয়ালাকে বারাণসী আদালতে আবেদন করার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হবে।