নিজস্ব সংবাদদাতা: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তামিলনাড়ুর মন্ত্রী এবং ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজি জামিন চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। আর্থিক তছরুপ মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল। সুপ্রিম কোর্ট দাবি করেছে যে মন্ত্রীর শারীরিক অবস্থা এতটাও আশঙ্কাজনক নয় যে তাঁকে জামিন দিতে হবে। এরপরেই মন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন তুলে নেন।