নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এক্তিয়ার সম্পর্কে বেশকিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এবার এই মন্তব্যের কারণেই চরম বিপাকে পড়তে চলেছেন নিশিকান্ত দুবে। আজ আদালত অবমাননার অভিযোগ তুলে নিশিকান্ত দুবের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে,"নিশিকান্ত দুবের এই মন্তব্য অপমানজনক এবং সুপ্রিম কোর্টকে অবমাননার সমান।" এই সংগঠনটি অ্যাটর্নি জেনারেলের কাছে নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার অনুমতি চেয়েছে।