'মোদী পদবী' মামলা! আজ স্বস্তি পাবেন কি রাহুল গান্ধী?

গত ৭ জুলাই গুজরাট হাইকোর্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিতে অস্বীকার করে। বিচারপতি হেমন্ত এম প্রাচ্ছকের বেঞ্চ উল্লেখ করেছিল যে মোদী উপাধিধারী এবং মোদী সম্প্রদায়ের সদস্যরা অবশ্যই সনাক্তযোগ্য ।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
rahul modiii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ‘মোদী পদবী’ (Modi Surname) নিয়ে মানহানি মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দায়ের করা আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন রাহুল গান্ধীর (Rahul Gandhi) পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি তর্ক শুরু করেন। সুপ্রিম কোর্ট অভিষেক মনু সিংভিকে বলেছে যে দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশের জন্য তাকে আজ একটি ব্যতিক্রমী মামলা করতে হবে। এখন এটাই দেখার যে রাহুল গান্ধী আদৌ স্বস্তি পান কিনা।