BREAKING: ইউটিউবে অশ্লীল বিষয়বস্তু, 'আমরা ছেড়ে দেব না'- জানিয়ে দিল সুপ্রিম কোর্ট!

কেন্দ্রকে সতর্ক করল আদালত

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা:ইউটিউবে অশ্লীল বিষয়বস্তু নিয়ে কিছু করতে চায় কি না তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। “আমরা চাই আপনি (সরকার) কিছু করুন, সরকার যদি কিছু করতে ইচ্ছুক, আমরা খুশি। অন্যথায়, তথাকথিত ইউটিউব চ্যানেল এবং ইউটিউবারদের দ্বারা যেভাবে অপব্যবহার করা হচ্ছে আমরা এই শূন্যতা এবং অনুর্বর এলাকাটি ছেড়ে চলে যাব না..." বিচারপতি সূর্য কান্ত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটিকে বলেছেন এবং এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেলের সহায়তা চেয়েছেন। 

সুপ্রিম কোর্ট বলেছে, "আমাদের বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতাকে উপেক্ষা করা উচিত নয়"।