সর্বোচ্চ আদালতে মুখ পুড়ল রাজ্য BJP মুখপাত্রর

মিথ্যা খবর (Fake News) ছড়ানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত উত্তরপ্রদেশ বিজেপির (BJP) মুখপাত্র প্রশান্ত উমরাও প্যাটেলকে ক্ষমা চাইতে বলেছে। বেঞ্চে প্রশান্ত উমরাওয়ের দায়ের করা দুটি পিটিশনের শুনানি চলছিল।

author-image
Pritam Santra
New Update
BJP

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার বিষয়ে মিথ্যা খবর (Fake News) ছড়ানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত উত্তরপ্রদেশ বিজেপির (BJP) মুখপাত্র প্রশান্ত উমরাও প্যাটেলকে ক্ষমা চাইতে বলেছে। বিচারপতি বি আর গভাই এবং পঙ্কজ মিত্তলের বেঞ্চে প্রশান্ত উমরাওয়ের দায়ের করা দুটি পিটিশনের শুনানি চলছিল। আদালত (Court) বেশ কয়েকটি থানায় দায়ের করা এফআইআর যুক্ত করার জন্য একটি পিটিশনের ভিত্তিতে নোটিশ জারি করেছে। আদালত মাদ্রাজ হাইকোর্টের আদেশও সংশোধন করেছে এবং তাকে আগামী ১০ এপ্রিল তামিলনাড়ু থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। প্যাটেলের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা আদালতকে জানান, অভিযুক্ত এমন খবর টুইট করেছিলেন যা ইতিমধ্যে বেশ কয়েকটি মিডিয়া এজেন্সি শেয়ার করেছে। প্যাটেল টুইটটি মুছে ফেলেছেন। তারপরও এফআইআর দায়ের করা হচ্ছে।