নিজস্ব সংবাদদাতা : নাগপুরের মতো কোনও পরিস্থিতি যদি উত্তর প্রদেশে সৃষ্টি হয়, তাহলে তা রুখতে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত, আজ এমনটাই জানালেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, “এই ধরণের ঘটনা মোকাবিলা করার জন্য, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র উভয়ই প্রস্তুত। নাগপুরে যারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। কেউ যদি ঔরঙ্গজেব বা অন্য মুঘল আক্রমণকারীদের প্রশংসা করার চেষ্টা করে, তাহলে তাদেরকে শুধু মহারাষ্ট্র বা উত্তর প্রদেশ নয়, সম্পূর্ণ দেশের কোনও মানুষই সহ্য করবে না।”
/anm-bengali/media/media_files/kSWxYO9hp7Rm1FGRjz7z.jpg)
এরপর অখিলেশ যাদবকে কটাক্ষ করে তিনি বলেন, “অখিলেশ যদি সত্যিই ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান করেন, তাহলে তার জানানো উচিৎ যে কেন আবু আজমি এখনও সমাজবাদী পার্টিতে রয়েছেন ? সমাজবাদী পার্টি সবসময় তুষ্টিকরণের নোংরা রাজনীতি করে এবং মহাকুম্ভ নিয়ে প্রশ্ন তোলে।”