নিজস্ব সংবাদদাতাঃ সোনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের এক শো নিয়ে তুমুল বিতর্ক। সোনির সুপার ড্যান্সার-চ্যাপ্টার থ্রি-র এক পর্বে শিশু প্রতিযোগীকে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল প্রশ্ন করা হয় বলে অভিযোগ। সুপার ড্যান্সার-চ্যাপ্টার থ্রি-র যে পর্বে শিশু প্রতিযোগীকে যৌনতা সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে, তা সরানোর নির্দেশ দিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)। চ্যানেলকে আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে কমিশন।
সূত্রে খবর, সুপার ড্যান্সার-চ্যাপ্টার ৩-এর এক পর্বের একটি ক্লিপ দেখানো হয়েছে, যেখানে বিচারকদের মঞ্চে শিশুকে বাবা-মা সম্পর্কে "অশ্লীল এবং যৌন অশ্লীল" প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা গেছে। NCPCR জানিয়েছে, ওই প্রশ্নগুলো শিশুদের অধিকারকে খর্ব করেছে। কোনও শিশুকে এই জাতীয় প্রশ্ন করা যায় না, দাবি করেছে কমিশন।