উষ্ণতম বছর হওয়ার পথে, সে কথা আগেই বলেছিল বিশ্ব আবহাওয়া সংস্থা
ফেলে আসা ২০২৩ সাল উষ্ণতার নিরিখে রেকর্ড তৈরি করে ফেলল। গত ১২৩ বছরের ইতিহাসে দেশের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে উঠে এল ২০২৩ সাল। নতুন বছরে পা রাখতে না রাখতেই এ কথা জানিয়ে দিল মৌসম ভবন। এর আগে রয়েছে ২০১৬ সাল। এখনও পর্যন্ত ভারতে উষ্ণতম বছর হিসেবে রয়েছে ২০১৬ সাল। ফেলে আসা ২০২৩ সাল যে বিশ্বের উষ্ণতম বছর হওয়ার পথে, সে কথা আগেই বলেছিল বিশ্ব আবহাওয়া সংস্থা।