নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে মুসলিমদের জন্য কোটা পুনর্বহালের প্রতিশ্রুতি এবং কোটা বাড়িয়ে ৬ শতাংশ করার কথা বলায় সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের সমালোচনা করে বলেছেন যে তারা এসসি, এসটি, লিঙ্গায়েত বা ভোক্কালিগাদের সুবিধা হ্রাস করবে কিনা তা দলের স্পষ্ট করা উচিত। অমিত শাহ বলেন, 'সিদ্দারামাইয়াকে স্পষ্ট করে বলতে হবে, কংগ্রেস যদি মুসলিমদের জন্য সংরক্ষণ ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করে, তাহলে কার রিজার্ভেশন কমবে।' তিনি বলেন, 'সোমবার কর্ণাটক নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগে কংগ্রেস নেতার দলের অবস্থান স্পষ্ট করা উচিত।' অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এদিন সুখবিন্দর সিং সুখু বলেন, "রাজনীতিতে নির্বাচনের সময় অনেক কিছু বলা হয়। এগুলো বিভ্রান্তি সৃষ্টির রাজনৈতিক হাতিয়ার। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতির ইস্যুতে ভোট দিতে হবে। ভোটাররা বুদ্ধিমান"।