নিজস্ব সংবাদদাতা: দলের সঙ্গে দুরত্ব বাড়ানোর চেষ্টা করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এমনি জল্পনা দেখা দিয়েছে। রাজ্যসভায় নিজের আসন দলের জন্য চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে আবেদন করেছেন। এরপর থেকেই একাধিক জল্পনা শুরু হয়েছে। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে চিঠি দিয়ে আসন বদলানোর আবেদন করেন। যার জেরে সুখেন্দু শেখর রায় দলের সঙ্গে দুরত্ব বাড়ানোর চেষ্টা করছেন বলে জল্পনা উঠছে। যদিও জগদীপ ধনখড়ের কাছে আবেদনে সুখেন্দু শেখর বলেন, তাঁর শরীর বিশেষ ভালো নয়, চলাফেরার অসুবিধা হচ্ছে। সেই কারণে তিনি প্রথম সারি থেকে পিছনের সারির আসনে যেতে চাইছেন।
এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূলে তো একটাই পদ। সুখেন্দুবাবু অনেক পুরনো সাংসদ। কিন্তু আর জি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছিলেন। দল ওঁকে সর্তক করেনি, আবার জাতীয় কর্মসমিতির বৈঠকেও ডাক পাননি। তৃণমূল ওঁকে চাইছে না। উনিও হয়তো থাকতে চাইছেন না।”