সুখদেব সিং গোগামেডি হত্যা মামলা: সন্ধান মিলল ২ হত্যাকারীর

রক্তাক্ত অবস্থায় সোফায় শুয়ে থাকা গোগামেদীকে দ্রুত চিকিৎসার জন্য মেট্রো গণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ডিসেম্বর রাজস্থানের রাজধানী জয়পুর শহরে শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে গুলি করে হত্যা করা হয়। সুখদেবের মাথায় গুলি করা হয়। পুরো ঘটনায় মোট ১৭টি গুলি করা হয়। গুলি করেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে গোটা ঘটনাই সুখদেবের বাড়িতে লাগানো সিসিটিভিতে রেকর্ড হয়েছে। 

hiren

তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, অভিযুক্ত দুুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। এক অভিযুক্তের নাম রোহিত রাঠোর। যিনি নাগৌরের মাকরানার বাসিন্দা। অপরজনের নাম নিতিন ফৌজি। তিনি হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা। বর্তমানে দুজনেই পলাতক। দুজনে মিলেই সুখদেব সিং গোগামেডিকে গুলি করে হত্যা করে। 

hiring.jpg