নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডির হত্যার বিষয়ে সরগরম রাজস্থান। দফায় দফায় চলছে এর জন্যে প্রতিবাদ। কারা এর সাথে যুক্ত জানতে চাইছে প্রতিবাদীরা। গতকাল রাতেই তাঁকে কেউ বা কারা গুলি করে হত্যা করে। আর তারপরেই সরগরম জাতীয় রাজনীতি।
এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিয়া কুমারী বলেন, “তাকে গতকাল খুন করা হয়েছে। পুরো রাজস্থান রাজ্য স্তম্ভিত এবং দুঃখিত। রাজস্থানে কংগ্রেস সরকার ছিল এতোদিন। ভোটে তাঁদের হার হয়েছে। আর তারপর থেকেই সুখদেব সিং ক্রমাগত হুমকি পাচ্ছিলেন। এই জন্যে তিনি নিরাপত্তা বাড়ানোর কথা বলেছিলেন। কিন্তু তা তিনি পাননি। এটা রাজ্য সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আমরা তাদের মনোভাব জানি। রাজস্থানে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে গিয়েছে। এই বিষয়টি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা উচিত এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আশা করছি বিজেপি সরকার গড়ার পর তা হবে”।