৮ বছর পর, দোষ স্বীকার করে নিলেন সুখবীর সিং বাদল

শিখদের কাছে ক্ষমা চাইলেন সেই ঘটনার জন্যে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-avif-to-jpg-converted (4) (2).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০১৫ সালের ধর্মত্যাগের মামলায় জড়িয়েছিলেন তিনি। আর এবার ৮ বছর পর সকলের কাছে ক্ষমা চাইলেন শিরোমণি আকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিং বাদল। শিখদের কাছে ক্ষমা চাইলেন সেই ঘটনার জন্যে।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সুখবীর সিং বাদল বলেন, “আমি আন্তরিকভাবে এবং নিঃশর্তভাবে খালসা পন্থের কাছে ক্ষমা চাই, আকালি সরকারের সময় যে শ্রী গুরু গ্রন্থ সাহিব জি-এর অবমাননা হয়েছিল সেই জন্যে। আমি এর জন্যেও ক্ষমা চাই যে আমরা আমাদের সময়কালে অপরাধীদের ধরতে এবং শাস্তি দিতে পারিনি। এর জন্যেও আমি ক্ষমাপ্রার্থী”।

 

hiren