নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষা মন্ত্রকের ডেপুটির আসনে আজ প্রথমবার বসলেন সুকান্ত মজুমদার। ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুকান্ত মজুমদার। বাংলায় যখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, ঠিক সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে গুরু দায়িত্ব পেলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে প্রথম দিনেই বেআইনিভাবে চাকরি-প্রাপকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বালুরঘাটের সাংসদ। সুকান্তবাবু বলেন, "যাঁরা নিজেরা পরীক্ষা দিয়ে, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাঁদের কষ্টটা আমি বুঝি। কারণ আমি নিজেও এসএসসি পরীক্ষা দিয়ে স্কুলে এক বছর চাকরি করেছি। যাঁরা নিজেদের মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে আমরা আছি। কিন্তু যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, আজ না হোক কাল, তাঁদের তো চাকরি যেতেই হবে।"