নির্বাচনে হেরে যাবেন মমতা, শুধু এটা হলেই হয়ে যাবে ! ভয়ঙ্কর তথ্য দিলেন সুকান্ত মজুমদার

CAA-কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : এবার ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে চূড়ান্ত আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন যে, ''পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রশাসন হিন্দু ভোটারদের নাম, ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।''

sukantaagh.jpg

এছাড়াও তিনি বলেন, ''একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিলেন যে, যদি কেউ CAA-তে নাম লেখায়, তবে তার নাগরিকত্ব বাতিল হবে। এখন সেই একই সরকার হিন্দুদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে, কারণ তারা জানে, যদি সমস্ত হিন্দু ভোট দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাবেন।”