নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারের তরফে তোলা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একপ্রকার নস্যাৎ করে দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে বসে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, 'রাজ্য সরকার কেন্দ্রের কোনও চিঠির উত্তর দেয়নি। ওয়ার্ক অর্ডার ছাড়াই কাজ হচ্ছে। কেন্দ্রের তরফে রাজ্যকে টাকা নয়ছয়ের প্রমাণ দেওয়া হয়েছে। কেন্দ্র অ্যাকশন টোকেন রিপোর্ট চাইলেও তা দিতে বিলম্ব করেছে রাজ্য। ইউপিএ জমানার থেকে এনডিএ সরকার বাংলার জন্য কয়েক গুণ টাকা বরাদ্দ করেছে। যারা দুর্নীতি করেছে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা? কেন্দ্রের রিপোর্টে এই দুর্নীতিকে হিমশৈলের চূড়া বলা হয়েছে। আমাদের সরকার রাজ্যকে ৫৪,১০০ টাকা দিয়েছে।‘