এবার ভারতীয় ভাষাও থাকবে CBSE স্কুলে, কী বললেন সুকান্ত মজুমদার

প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য এ বার উদ্যোগী হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২১ জুলাই শুক্রবার এই ঘোষণা করা হয়েছে সিবিএসই-র তরফে।

author-image
SWETA MITRA
New Update
sukantaa cbse.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় পদক্ষেপ নিয়েছে CBSE। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে ভারতীয় ভাষা শেখানো হবে। এদিকে কেন্দ্রের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumadar)। আজ শনিবার এক টুইট বার্তায় সুকান্ত মজুমদার লেখেন, ‘সিবিএসই দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার মাধ্যম এবং অতিরিক্ত ঐচ্ছিক মাধ্যম হিসাবে আঞ্চলিক ভাষাগুলিকে ব্যবহার করে উত্সাহিত করার উদ্যোগ নিয়েছে। এটি মাতৃভাষার ব্যবহারকে উৎসাহিত করবে। আমি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানাই।‘