মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা ছাড়া উপায় নেই! কালীঘাট অভিযান থেকে উঠল আওয়াজ

কালীঘাট অভিযানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

author-image
Tamalika Chakraborty
New Update
suvendu adhikari tmc.jpg

নিজস্ব সংবাদদাতা:  বুধবার কালীঘাট অভিযানের ডাক দেয় বিজেপি।  সেই কালীঘাট অভিযান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন।  কালীঘাট অভিযান থেকে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পেয়েছে। 

কালীঘাট অভিযান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সহ সভাপতি ও সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী  সামনে থেকে প্রতিবাদ করছেন, শক্ত আন্দোলন গড়ে তুলছেন, তাতে তৃণমূল ভয় পেয়েছে।  পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপিকে ওরা ভয় পেয়েছে বলেই লাগাতার আক্রমণ করে চলেছে। কিন্তু, আমরা সমস্ত আক্রমণের মোকাবিলা করে লড়াই চালিয়ে যাবো।"

Mamata Banerjee

তিনি অভিযোগ করেন, বার বার তৃণমূল বিজেপির ওপর আক্রমণ করেছে। শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, "বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মগরাহাটের প্রার্থী মানস শ সহ বিজেপিপ ৫৭ জন কর্মীর ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির  ৩৭ জন কর্মী মারা গিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির হাজারে হাজারে কর্মী ঘরছাড়া হয়েছেন। রাজ্যের বাইরে তাঁদের গিয়ে আশ্রয় নিতে হয়েছে।"  আরজি কর কাণ্ড ও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী। 

 tamacha4.jpeg