নিজস্ব সংবাদদাতা : ওড়িশার ডেপুটি চিফ মিনিস্টার (ডিআই সিএম) প্রবতী পারিদা সম্প্রতি সুভদ্রা যোজনার তৃতীয় কিস্তির অর্থ স্থানান্তরের বিষয়ে একটি ঘোষণা করেছেন। তিনি জানান, সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের অর্থ ২৪ নভেম্বর সুন্দরগড় জেলার মহিলাদের কাছে পৌঁছানো হবে। এভাবে ২০ লাখেরও বেশি মহিলা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, এর আগে সুভদ্রা যোজনার মাধ্যমে ৬০ লাখেরও বেশি মহিলাকে সুবিধা প্রদান করা হয়েছে। ডিসেম্বরে আরও একটি পর্ব অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে এক কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।
এই প্রকল্পের মাধ্যমে ওড়িশা সরকারের লক্ষ্য হলো মহিলাদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের জীবিকা উন্নয়নে সহায়তা করা, যাতে তারা নিজের পরিবার এবং সমাজে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে।