নিজস্ব সংবাদদাতা: বিস্ফোরক অভিযোগ তুললো মহারাষ্ট্রে (Maharashtra) মেডিক্যাল কলেজের প্রবেশিকা পরীক্ষা NEET দিতে আসা ছাত্রীরা। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সবার সামনেই নাকি পোশাক ছেড়ে উলটো করে পরতে বলা হয় তাদের। প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ তুললো তরুণীরা। মহারাষ্ট্রের কস্তুরবাই ওয়ালচাঁদ কলেজে (Kasturbai Walchand College) পরীক্ষা নেওয়া হয়। পোশাক বদলানোর (Dress Change) কোনও আলাদা স্থান না থাকায় প্রকাশ্যেই সেই নির্দেশ দেওয়া হয় তাদের। এদিকে অভিযোগ ওঠে যে কোনও কোনও ছাত্রী তাদের কুর্তার মধ্যেই উত্তর লিখে আনে। কলেজ কর্তৃপক্ষ নাকি ওই পরীক্ষার্থীদের জানায় যে নির্দিষ্ট পোশাকবিধি (Dresscode) মেনে তারা পোশাক পরেনি বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।