BREAKING: মহা শিবরাত্রিতে মেসে আমিষ নয়! ABVP vs SFI! ধুন্ধুমার

কি ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এক ছাত্রীকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথিত ঘটনার বিষয়ে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বলেছে, "এবিভিপি বিশ্ববিদ্যালয়ের মেসে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রদের উপর পাশবিকভাবে আক্রমণ করেছে কারণ তারা এবিভিপি-র কঠোর এবং অগণতান্ত্রিক দাবি মেনে নিচ্ছে না যে মহা শিবরাত্রির কারণে বিশ্ববিদ্যালয়ের মেসে কোনও আমিষ পরিবেশন করা উচিত নয়। এবিভিপি গুন্ডাদের মেসে ছাত্রদের মারধর ও হামলার ভিডিওতে দেখা যাচ্ছে। হামলার সময় গুণ্ডারা নারী শিক্ষার্থীদের চুল ধরে বেধড়ক টেনে নিয়ে যায়। আমিষ খাবার পরিবেশনের জন্য মেসের কর্মীদের ওপরও হামলা চালায় তারা।"