নিজস্ব সংবাদদাতা : দিল্লি-এনসিআরে খড় পোড়ানোর ঘটনা এখনও বন্ধ হয়নি পুরোপুরি। সৃষ্ট দূষণে বাড়ে সমস্যা। তাও যেন ফিরছে না হুঁশ। এদিকে সরকারকেই দায়ী করেছে কৃষকরা। এবার খড় পোড়ানো নিয়ে তথ্য প্রকাশ করলো মোদী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। জানা যাচ্ছে "বর্তমান ধান কাটার মরসুমে ৪৫ দিনের সময়কালে অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হরিয়ানা, পাঞ্জাব, এনসিআর-ইউপি, এনসিআর-রাজস্থানে খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। দিল্লিতে ২০২২ সালে অনুরূপ সময়ে ১৩,৯৬৪ থেকে ২০২৩ সালে ৬৩৯১ এ নেমে এসেছে খড় পোড়ানোর ঘটনা।২০২১ সালের অনুরূপ সময়ের মধ্যে ১১,৪৬১ থেকে ৬৩৯১ এ নেমে এসেছে অর্থাৎ যথাক্রমে ৫৪.২ শতাংশ এবং ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে।"