সরকারি কর্মীদের জোরদার বিক্ষোভ ! বিক্ষিপ্ত পরিস্থিতি রাজধানীতে

কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ সরকারি কর্মচারীদের।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম (NMOPS) এর তত্ত্বাবধানে সরকারি কর্মচারীরা কেন্দ্রের সামনে তাদের দাবি উত্থাপন করার জন্য একটি সমাবেশের আয়োজন করেছিল। যার জেরে ১ অক্টোবর, রবিবার সারা দেশ থেকে হাজার হাজার সরকারি কর্মচারীরা রাজধানীর রামলীলা ময়দানে একত্রিত হয়েছিল। বিক্ষোভকারী কর্মীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যে, চারটি রাজ্য ইতিমধ্যে ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম বাস্তবায়নের ঘোষণা করে দিয়েছে। তাহলে কেন্দ্র সরকার কেন তা বাস্তবায়ন করতে পারছে না ? কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে বিক্ষোভকারীরা। 

hiring.jpg

বিক্ষোভকারীদের বক্তব্য যে, OPS-এর অধীনে কর্মীরা একটি নির্দিষ্ট পেনশন পান। একজন সরকারি কর্মচারী পেনশন হিসাবে বেতনের ৫০ শতাংশের প্রাপক। এনডিএ সরকার ১ এপ্রিল, ২০০৪ থেকে OPS বন্ধ করে দিয়েছিল। যেখানে NPS-এর অধীনে, কর্মচারীরা তাদের মূল বেতনের ১০ শতাংশ পেনশনে অবদান রাখে যেখানে সরকার ১৪ শতাংশ অবদান রাখে।  

hiring 2.jpeg