'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ভুয়ো এনকাউন্টার হচ্ছে'

উত্তরপ্রদেশের ঝাঁসিতে গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টারের ঘটনা নিয়ে রাজ্যে শুরু হয়েছে তুমুল রাজনীতি। এদিন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেন, 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ভুয়ো এনকাউন্টার হচ্ছে।'

author-image
Aniruddha Chakraborty
New Update
বভক্সচ

নিজস্ব সংবাদদাতাঃ গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টারের ঘটনা ঘটে। একই সঙ্গে এই এনকাউন্টার নিয়ে রাজ্যে শুরু হয়েছে তুমুল রাজনীতি। যেখানে একদিকে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব স্পষ্ট করে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ভুয়ো এনকাউন্টার হচ্ছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেন, 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে অনেক ভুয়ো এনকাউন্টার হচ্ছে। অন্যদিকে সমাজবাদী পার্টি শুরু থেকেই এই কথা বলে আসছে এবং এখন এই ঘটনা (আসাদ ও গোলামের এনকাউন্টার) স্পষ্টভাবে এটাই প্রমাণ করে।' 

প্রসঙ্গত, এর আগে ওয়েইসি এনকাউন্টারের লোকেশন, হেলমেট এবং ফুটেজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওয়েইসি বলেছিলেন, "অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ থাকলে আপনি তাকে শাস্তি দিতে পারতেন। আমার গাড়িতেও গুলি ছোঁড়া হয়েছিল, সুতরাং এর মানে হল যে আমি এসে বলব যে আপনি তাদের মুখোমুখি হন, এটি ঘটবে না।"