জলের দাবিতে ধর্মঘট তামিলনাড়ু জুড়ে

পর্যাপ্ত জল ছাড়ার দাবিতে তামিলনাড়ুতে বন্ধ চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Tamil-Nadu-bus-strike.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কাবেরী জল বন্টনে সম্মতি দিয়েছে কর্ণাটক। আর তাতেই এবার তেঁতে-পুড়ে উঠেছে কর্ণাটকের আমজনতা। কিন্তু খুশি নয় তামিলনাড়ুও। কেননা যে পরিমাণ জল চেয়েছিল তামিলনাড়ু, তার নামমাত্রই জুটছে কপালে। মাত্র ৫০০০ কিউসেক জল ছাড়া হবে। আর তারপরই ক্ষোভে ফেটে উঠেছে তামিলনাড়ু।

সেচের জন্য পর্যাপ্ত জল ছাড়াতে কর্ণাটক সরকারের ব্যর্থতার প্রতিবাদে কাবেরী ডেল্টা সুরক্ষা আন্দোলন বন্ধের ডাক দিয়েছে৷ আজ ২৪ ঘন্টার ধর্মঘট চলছে তামিলনাড়ু জুড়ে। এতোটায় জোরালো ধর্মঘট যে, সকাল থেকে রাস্তাঘাট সুনসান। দোকানপাট সব বন্ধ। রাস্তাতে একজন মানুষেরও দেখা নেই।

hiren