৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া! 'মোচা'র আগে সাবধান...

ঘূর্ণিঝড় 'মোচা' নিয়ে উদ্বেগের শেষ নেই মানুষের মধ্যে। কবে এবং কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার আগে আরো এক সতর্কবার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone

নিজস্ব সংবাদদাতা: রাজ্য শুধু নয়, এখন গোটা দেশ মোচার (Mocha) জন্য অপেক্ষা করছে আর আশঙ্কার প্রহর গুনছে। আবহাওয়াবিদরা মনে করছেন যে আগামী রবি এবং সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও (Stormy Wind) বইতে পারে যার সম্ভাব্য গতিবেগ (Speed) হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। সোমবার সেই হাওয়ার বেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে সাবধান হয়ে যান।