ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হল পাথর!

বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ফের পাথর-হামলা (Stone-Pelting)।

author-image
Aniruddha Chakraborty
New Update
বম্নভবচভ

নিজস্ব সংবাদদাতাঃ ক'দিন আগেই কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উদ্বোধনের সপ্তাহ ঘোরার আগেই কেরলে সেই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হল পাথর। কেরলের মালাপ্পুরম  জেলার তিরুনাভায়া ও তিরুরের মধ্যবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দে ভারতের জানলার কাচে এসে পড়ল পাথর। তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কোচিতে গিয়ে কেরলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরুবন্তপুরম থেকে কাসারগড়ের মধ্যে চলছে এই বন্দে ভারত এক্সপ্রেস।