নিজস্ব সংবাদদাতা: দেশের অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে যে বিপুল ভোটে জয়ী হতে পারে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার তৈরী করতে পারে বিজেপি। শনিবার রাতে প্রায় সব বুথফেরত সমীক্ষার ফল একই কথা বলছে। শনিবার ও রবিবার শেয়ার বাজার বন্ধ থাকায় সমীক্ষার পর সোমবারই বাজার খুলছে।
বিশেষজ্ঞরা বলছে যে GIFT Nifty ইঙ্গিত দিচ্ছে আজ জোয়ার আসতে পারে ভারতীয় শেয়ার বাজরে। সোমবার GIFT Nifty ৬৫৯ পয়েন্ট উপরে উঠে ট্রেড করায় সেটা প্রায় ৩ শতাংশের কাছাকাছি বৃদ্ধি। ফলে অনুমান, সব ঠিক থাকলে সোমবারেই ঊর্ধ্বমুখী হতে পারে ভারতীয় শেয়ার বাজারের সূচক। ৪ জুন লোকসভা নির্বাচনে ফলপ্রকাশের উপর দাঁড়িয়ে বাজারের অভিমুখ।