ভারতে বসে পাকিস্তানে গোপন তথ্য পাচার! STF-এর জালে ব্যক্তি

বড় সাফল্য পেল উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স। ভারতে থেকে পাক গুপ্তচর হিসেবে কাজ করছিল এক ব্যক্তি। স্বাধীনতা দিবসের কয়েকদিন পর এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে।

author-image
SWETA MITRA
New Update
stf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় সাফল্য পেল উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স। ভারতের মাটিতে থেকে পাকিস্তানে গুপ্ত চরবৃত্তি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রের আওতায় অবৈধ অস্ত্র সংগ্রহের অভিযোগে কালিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।  টাস ফোর্সের গুরতর অভিযোগ, অবৈধ অস্ত্র সংগ্রহ করে তারা দেশের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট এবং ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি সাধনের প্রয়াসে এবং মোবাইলে কিছু বড় ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। এসটিএফ উত্তর প্রদেশ আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের নিরাপত্তা সংক্রান্ত স্থানগুলির ছবি  পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে পাঠানো হয়েছিল।‘