নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ভারতে পা রেখেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। তিনি এদেশে মহাকুম্ভ সমারোহে অংশ নিতে এসেছেন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে তিনি সপরিবারে পূজা অর্চনা করেন, তবে মন্দিরের মূল গর্ভগৃহে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ ছোঁয়ার অনুমতি পাননি।
এ বিষয়ে নিরঞ্জনী আখাড়ার স্বামী কৈলাসানন্দ গিরি জানান, লরেন পাওয়েলকে মন্দিরে প্রসাদ এবং মালা দেওয়া হলেও, "কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ ছোঁয়া একটি ঐতিহ্যগত নিয়ম।" তিনি বলেন, "হিন্দু ছাড়া কেউ কাশী বিশ্বনাথকে ছুঁতে পারবেন না। এই নিয়ম ভাঙা সম্ভব নয়, কারণ তা আমাদের ধর্মীয় ঐতিহ্যের অংশ।" লরেন পাওয়েল বর্তমানে মহাকুম্ভে অংশগ্রহণ করছেন, যেখানে তিনি ১৫ নভেম্বর পর্যন্ত থাকবেন। এরপর তিনি প্রয়াগরাজে পূণ্যস্নান করবেন এবং আমেরিকা ফিরে যাবেন। জানানো হয়েছে, ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
কৈলাসানন্দ গিরি আরও জানিয়েছেন, লরেন পাওয়েল অত্যন্ত ধার্মিক এবং আধ্যাত্মিক। তাকে 'কমলা' নামে ডাকা হয়েছে, যা তার আধ্যাত্মিকতার প্রতীক। তিনি গেরুয়া সালোয়ার সুট পরে কুম্ভের আসরে উপস্থিত হয়েছেন। এদিকে, লরেনের ভারত সফরকে কেন্দ্র করে তার আধ্যাত্মিক যাত্রা ও হিন্দু ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিয়ে নানা আলোচনা চলছে।