সিঙ্গুরের জমি মামলা নিয়ে আরবিট্রেশনে বিরাট জয় পেল টাটা মোটরর্স। ন্যানো কারখানার ক্ষতিপূরণ হিসাবে ৭৬০ কোটি টাকা এবং সুদ বাবদ আরও ৬ কোটি টাকা তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। সোমবার এই নির্দেশ আদালতের।

২০১৬ সাল থেকেই টাটার সঙ্গে এই ব্যাপারে মামলা চলছিল রাজ্য সরকারের। এদিন স্টক এক্সচেঞ্জ সংস্থার তরফে জানানো হয়েছে, সেই মামলায় জয় হয়েছে টাটা মোটরর্সের। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। আদালতে কারণ হিসাবে টাটার দাবি ছিল, গাড়ি কারখানা তৈরি না হওয়ায়, তাদের মূলধন বিনিয়োগে ক্ষতি হয়েছিল।

দু পক্ষের সওয়াল জবাবের পর এদিন তিন সদস্যের বেঞ্চ এই বিশাল অর্থ ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। তাতেই ঠিক হয় রতন টাটার শিল্পগোষ্ঠী টাটা মোটরস ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে রাজ্যের কাছ থেকে।