নিজস্ব সংবাদদাতাঃ আয়কর দফতরের (Income Tax Raids) নজরে এবার তেলেঙ্গানার শাসক দল ভারত রাষ্ট্র সমিতির জুবিলি হিলসের বিধায়ক (Telengana MP) মাগান্তি গোপীনাথ।
আয়কর দফতরের আধিকারিকরা তার একাধিক সম্পত্তির স্থানে খানা তল্লাশি চালাচ্ছেন। যার মধ্যে রয়েছে হায়দ্রাবাদের কুকাটপল্লীর এক সম্পত্তি। এর পাশাপাশি বিধায়কের বাসভবনেও তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা।
এক্ষেত্রে উল্লেখ্য যে, বিধায়ক মাগান্তি গোপীনাথ ছাড়াও তার আত্মীয় ব্যবসায়ী প্রসাদ, কোটেশ্বর রাও, রঘুবীর এবং বজ্রনাথের অফিস ও বাসভবনেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। এখনও তল্লাশি জারি রয়েছে।