ঐতিহাসিক ঘোষণা রাজ্য সরকারের! রেশন কার্ড থাকলেই মিলবে এই সুবিধা

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলো সরকার। রেশন কার্ড থাকলে এবারের সেখানেই এই সুবিধা পাওয়া যাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ration

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে রাজ্য সরকারগুলি (State Govt) বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করছে সাধারণ মানুষের হিতার্থে। এবার এই রাজ্যে রেশন দোকানে (Ration Shop) মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার (Gas Cylinder)। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Tamilnadu Assembly Election) আসন্ন। রাজ্যের DMK সরকার (DMK Govt) নানা রকম জনমুখী পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই রেশন দোকান থেকে গ্যাস সিলিন্ডার পাওয়ার ঘোষণা করে দিয়েছে সরকার। রেশন দোকানগুলিকে লাইসেন্সও প্রদান করা হবে এবার। কেন্দ্রীয় গ্যাস সরবরাহ সংস্থাগুলি সুপারমার্কেটসহ তামিলনাড়ু আরবান কোঅপারেটিভ সোসাইটির (TUCS) মাধ্যমে ৫ কেজি এবং ১০ কেজি ফ্রি ট্রেড লাইসেন্স (FTL) রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে।

ad.jpg