৮ বছরে ৮ লক্ষের বেশি সরকারি চাকরি দিয়েছে সরকার ! বড় দাবি করলেন যোগী আদিত্যনাথ

তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় গত ৮ বছরে প্রায় ৮.৫ লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
cm yogi adityanath ji.jpg

নিজস্ব সংবাদদাতা : বিগত ৮ বছরে ৮ লক্ষেরও বেশি সরকারি চাকরি দিয়েছে উত্তর প্রদেশ সরকার, আজ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, '' আমরা নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠান করি। এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানই আমাদের সরকারের স্বচ্ছতা ও সদিচ্ছার প্রতীক।

yogi adityanath rt.jpg

এছাড়াও তিনি বলেন, "আমি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) ও উত্তরপ্রদেশ সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন (UPSSSC)-কে ধন্যবাদ জানাতে চাই। এই দুই সংস্থা নিষ্ঠার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমি এই দুই সংস্থাকে  আন্তরিক অভিনন্দন জানাই।"