নিজস্ব সংবাদদাতা : বিগত ৮ বছরে ৮ লক্ষেরও বেশি সরকারি চাকরি দিয়েছে উত্তর প্রদেশ সরকার, আজ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, '' আমরা নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠান করি। এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানই আমাদের সরকারের স্বচ্ছতা ও সদিচ্ছার প্রতীক।
/anm-bengali/media/media_files/pjWGqpcRAkY4VC3Hs9fF.jpg)
এছাড়াও তিনি বলেন, "আমি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) ও উত্তরপ্রদেশ সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন (UPSSSC)-কে ধন্যবাদ জানাতে চাই। এই দুই সংস্থা নিষ্ঠার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমি এই দুই সংস্থাকে আন্তরিক অভিনন্দন জানাই।"