নিজস্ব সংবাদদাতাঃ আজ রাজস্থানের কোটপুতলিতে প্রধানমন্ত্রী মোদীর জনসভা সম্পর্কে প্রদেশ কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা বলেন, "আবার প্রধানমন্ত্রী কিছু 'জুমলা' দেবেন এবং চলে যাবেন। কেন তিনি বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকদের আয় দ্বিগুণ করার মতো ইস্যু নিয়ে কথা বলছেন না? তারা কেবল মানুষকে বিভ্রান্ত করছে এবং মেরুকরণ করছে।"