আসছেন প্রধানমন্ত্রী মোদী...কিছু জুমলা দেবেন, মানুষকে বিভ্রান্ত করবেন! বিস্ফোরক কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আজ রাজস্থানের কোটপুতলিতে প্রধানমন্ত্রী মোদীর জনসভা সম্পর্কে প্রদেশ কংগ্রেস প্রধান গোবিন্দ সিং দোতাসরা বলেন, "আবার প্রধানমন্ত্রী কিছু 'জুমলা' দেবেন এবং চলে যাবেন। কেন তিনি বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকদের আয় দ্বিগুণ করার মতো ইস্যু নিয়ে কথা বলছেন না? তারা কেবল মানুষকে বিভ্রান্ত করছে এবং মেরুকরণ করছে।" 

ল।।

Add 1