"এটা করতে সমস্যা কী?"- প্রশ্ন তুললেন নারায়নন তিরুপতী

সোমবার সকালে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন.রবি জাতীয় সঙ্গীতের মর্যাদা ক্ষুন্ন হবার প্রতিবাদে ভাষণ শেষ না করেই বিধাসভা থেকে বেরিয়ে যান। তাঁর সপক্ষে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি নারায়নন তিরুপতী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
feq.jpg

নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন.রবি রাজ্য বিধানসভায় ভাষণ পড়তে অস্বীকার করেছেন। তারপরই বিধানসভা থেকে বেরিয়ে যান তিনি। এই বিষয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি নারায়নন তিরুপতী বলেছেন, "রাজ্যপাল বারবার বলেছেন যে বিধানসভার শুরুতে এবং শেষে উভয় সময়েই জাতীয় সঙ্গীত বাজানো উচিত। এটা করতে সমস্যা কী? যদি ভুল পরিসংখ্যান (অ্যাড্রেস) থাকে তবে সেগুলি বাদ দেওয়ার বা অস্বীকার করার অধিকার রাজ্যপালের আছে।"

 

স্ব

 

স

 

স