রামলালা দর্শনে ‘পদপিষ্ট’ হওয়ার উপদ্রব, বেসামাল অবস্থা পুলিশের

"ভক্তদের ধৈর্য ধরে থাকার আবেদন জানাচ্ছি”।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
crowdram

File Picture

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় রাম লালার 'প্রাণ প্রতিষ্টা' অনুষ্ঠানের এখনও ২৪ ঘন্টাও কাটেনি। অথচ তার মধ্যেই পরিস্থিতি জটিল হল মন্দির প্রাঙ্গণে। কার্যত জনসমুদ্র সামলাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল যোগীর পুলিশ। বন্ধ করতে হল রাম মন্দিরের গেট। অসুস্থ হলেন একাধিক ভক্ত। ভিড় সামলাতে নামাতে হল র‍্যাফ।

এই ঘটনা প্রসঙ্গে এদিন ভক্তদের বিপুল ভিড় সামলাতে গিয়ে এডিজি লখনউ জোন, পীযূষ মোর্দিয়া বলেন, “অনেক সংখ্যক ভক্তরা এখানে জড়ো হয়েছেন। কোনও ভক্ত যাতে অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করা আমাদের প্রাথমিক কর্তব্য। আমি ভক্তদের মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। ভক্তদের ধৈর্য ধরে থাকার আবেদনও জানাচ্ছি”। একই সাথে এও জানা যাচ্ছে, আজ বাকি ভক্তদের অযোধ্যায় না আসতে অনুরোধ করা হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই, ফের শুরু হবে রামলালা দর্শন।

 

স্ব

স

স