ফের আর একবার বিতর্কের মুখে স্ট্যালিনপুত্র ! আয়কর অভিযানকে 'কটাক্ষ'

৪ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ডিএমকে সাংসদদের সম্পত্তিতে খানা তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। এর আগে ৪০টিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ।

author-image
Adrita
New Update
ভ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নানা বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে উঠে আসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিনের পুত্র  উদয়নিধি স্ট্যালিন। এবারে তিনি ডিএমকে নেতাদের সাথে সম্পর্কিত সম্পত্তির উপর আয়কর অভিযানকে কটাক্ষ করেছেন। 

hiring.jpg

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উদয়নিধি স্ট্যালিন বলেন, "এটা আজকাল খুবই স্বাভাবিক। নির্বাচন এলেই অভিযান চালানো হয়। তারা এখন আমাদের কাছে অপ্রিয় অতিথির মতো। আমরা এটাকে পাত্তা দিই না।" এদিকে, আয়কর বিভাগ চেন্নাইতে ডিএমকে এমপি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস জগঠরক্ষকের প্রাঙ্গনে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আইটি অপারেশন চলাকালীন, কাঞ্চিপুরমে দেবরিয়ামবাক্কাম এবং ইলায়ানারভেলুর এলাকায় দুটি ব্রুয়ারি এবং কাঞ্চিপুরমের ওয়াল্লাজাবাদে ডিএমকে এমপির চাচাতো ভাই কুপ্পানের বাড়িতেও তল্লাশি করা হয়েছিল। 

hiring 2.jpeg

উল্লেখ্য, দিন কয়েক আগেই তার 'সনাতন ধর্মে' বিষয়ে এক মন্তব্য দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি করেছিল।