‘ইন্ডিয়া জোটকে ভোট দেওয়া শাস্তি পাচ্ছে রাজ্যগুলি’: স্টালিন

'বিজেপি সরকার এই ভাবে অবিরাম তামিলনাড়ুকে অবজ্ঞা করেই চলেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MK Stalinq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নীতি আয়োগের বৈঠক থেকে সরে দাঁড়ালেন আরও এক মুখ্যমন্ত্রী। ক্ষোভের বিষয়বস্তু ঠিক একই। কেন্দ্রের বাজেটে বাদ পড়েছে রাজ্য, আর তাই সেই প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বাতিল করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

আজ নীতি আয়োগের সভা বয়কট করার বিষয়ে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ভিডিও বার্তায় জানিয়েছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা রাজ্য এবং বিজেপিকে বয়কট করা লোকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ বলে মনে হচ্ছে। তিনি প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাজেট তৈরি করেছেন। যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে এই কেন্দ্রীয় বাজেট তৈরি হয়েছে। বিজেপি সরকার এই ভাবে অবিরাম তামিলনাড়ুকে অবজ্ঞা করেই চলেছে”।

stalin১১.jpg

Adddd