মিললো না নিস্তার, আজও স্থগিত হয়ে গেল এসএসসি মামলার শুনানি

এদিন বঞ্চিত চাকরিপ্রার্থীদের বলার দিন ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ssc

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই গোটা রাজ্যের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে নির্ধারিত হওয়ার ছিল ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ। কিন্তু আজও তা ঝুলেই রইল। কারণ সুপ্রিম কোর্টে এদিন পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিলের মামলা।

এদিন সিবিআই-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু। আর শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। এদিন শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, ১৫ জানুয়ারি এই মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। 

Ssc

উল্লেখ্য, এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও  বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে শুনানি ছিল। আগের শুনানিতে পুরো প‍্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। সিবিআই-এর রিপোর্টে পাঁচ হাজারেরও বেশি নিয়োগে যে দুর্নীতি রয়েছে, তা আগের শুনানিতেই স্বীকার করে নিয়েছিল রাজ্য।

এদিন বঞ্চিত চাকরিপ্রার্থীদের বলার দিন ছিল। অথচ আজই স্থগিত হয়ে গেল এই মামলার শুনানি। যা নিয়ে কার্যত ভেঙে পড়েছে চাকরিপ্রার্থীরা। ‘চাকরিহারা যোগ‍্য’ শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে ২৪ ঘণ্টার অনশন চালিয়ে যাচ্ছেন। আরও বাড়ল তাঁদের অপেক্ষা!

Supreme court